শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ফ্যাসিবাদ তৈরিতে আওয়ামী লীগের দালাল ছিল জাতীয় পার্টি

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১৯:২১

শেয়ার

ফ্যাসিবাদ তৈরিতে আওয়ামী লীগের দালাল ছিল জাতীয় পার্টি
ছাত্রদল কেন্দ্রীয় সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: বাংলা এডিশন

বিগত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল তার মুখ্য দালাল ছিল জাতীয় পার্টি। সুতারাং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে থাকবেনা কিনা এ বিচার জনগনের আদালতে হওয়া উচিত।

রবিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ছাত্রদল কেন্দ্রীয় সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, ছাত্রদল দেশের মানুষের জন্য সবসময় কাজ করে যাবে। ৫ আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গণগুলোতে এবং সাধারন মানুষের মধ্যে একটি ইতিবাচক রাজনীতির আলাপ-আলোচনা চলছে। সেই ইতিবাচক রাজনীতির ব্যাপারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের সাংগাঠনিক অভিভাবক আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেটা সারাদেশে সবার মাঝে আমরা পৌঁছে দিচ্ছি।

অতীতে ছাত্রলীগের যে খুনের রাজনীতি ছিল সেটা সাধারন ছাত্র-ছাত্রীরা শিক্ষাঙ্গনগুলোতে আর দেখতে চায়না বলেও জানান তিনি।

ছাত্রদল সাধারন সম্পাদক আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনগতভাবে সব মামলাগুলো মোকাবেলা করে যৌক্তিক সময়ের মধ্যে দেশে ফিরবেন। গণঅভ্যুথ্যানের পর কয়েকটি গণ-আকাঙ্খা তৈরী হয়েছে। ছাত্রলীগের রাজনীতি যে নিষিদ্ধ হয়েছে সেটি আমরা স্বাগত জানাচ্ছি। এখন এ অন্তবর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো সুবিধাজনক স্বল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে। একটি জনবান্ধব সরকার দেশে আসলে জন-আকাঙখা পূরণ হবে। ২০২৪ সালে গনঅভ্যুথানের যে স্পীড একটি ইনক্লুসিভ বাংলাদেশের ধারনা সেটি প্রতিষ্ঠিত হবে বলে মনে করি।

তিনি বলেন, ৫ আগষ্টের পর দেশে জ্বালাও-পোড়াও হয়েছে। তার বিরুদ্ধে আমাদের দলের পক্ষ থেকে জিরো টলারেন্স পলিসি আছে। দলের কোন নেতা-কর্মী যদি সাংগাঠনিক সিদ্ধান্তের ব্যত্যয় ঘটায় এমন কোন কাজ করে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল আন্দোলন সংগ্রাম করে দেশের মালিকানা জনগনের কাছে ফিরিয়ে দিতে চায়। আমাদের দলের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সুতারাং দলের নেতাকর্মীদের এ মুহর্তে সতর্ক করা হচ্ছে তারা যেন কোন বিশৃঙ্খলায় না জড়ায়।