রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

যশোরে জামায়াত কর্মী সজল হত্যা, ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি

প্রতিনিধি,যশোর

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪ ১২:৫১

শেয়ার

যশোরে জামায়াত কর্মী সজল হত্যা, ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি
যশোর শহরে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলা এডিশন

জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সোমবার রাতে যশোর শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা।

৪ অক্টোবর সন্ধ্যার পর শহরের খোলাডাঙ্গা এলাকায় বাইসাইকেলে মসজিদে যাওয়ার পথে ধারাল অস্ত্রের আঘাতে খুন হন সজল। তিনি আরবপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মী।

সজল হত্যার খবর পেয়ে রাতে জেনারেল হাসপাতাল চত্বরে জড়ো হতে থাকেন জামায়াতের নেতা- কর্মীরা।

রাত ১০টার দিকে তারা হাসপাতালের মর্গের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি কোতয়ালি থানার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন জামায়াত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মোস্তফা কামাল।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সজল হত্যাকারীদের গ্রেফতার দাবি করেন। তা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন তারা।

সোমবার সন্ধ্যা ৭টার কিছু সম য় পর ব্যবসায়ী আমিনুল ইসলাম সজলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। সজল যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার বাসিন্দা এবং স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটি ও বাজার কমিটির সভাপতি ছিলেন।