সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘রাষ্ট্রের পুরো সংস্কারের জন্য অবিলম্বে নির্বাচন দিতে হবে।’
বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
এখনো ষড়যন্ত্র চলছে দাবি করে নেতা-কর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রশাসনসহ সব জায়গায় পতিত আওয়ামী লীগের দোসররা এখনো বহাল রয়েছে। তাদের সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আওয়ামী গডফাদাররা দেশ ছাড়তে বাধ্য হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে।’
ষড়যন্ত্র করা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ছাত্র-জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে।’
সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘রাষ্ট্রের পুরো সংস্কারের জন্য অবিলম্বে নির্বাচন দিতে হবে।’
বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
এখনো ষড়যন্ত্র চলছে দাবি করে নেতা-কর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রশাসনসহ সব জায়গায় পতিত আওয়ামী লীগের দোসররা এখনো বহাল রয়েছে। তাদের সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আওয়ামী গডফাদাররা দেশ ছাড়তে বাধ্য হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে।’
ষড়যন্ত্র করা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ছাত্র-জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে।’
আরও পড়ুন: