শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ ১৪:৩১

শেয়ার

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়
বিএনপি সমর্থকে ভরে গেছে নয়াপল্টন এলাকা। ছবি: বাংলা এডিশন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির র‌্যালি আজ। র‌্যালিটি দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এ উপলক্ষে নয়াপল্টন এলাকায় ভিড় করছেন দলটির নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টন ও আশপাশের এলাকার অলিগলিতে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। নানা স্লোগানে ঢাকা মহানগরসহ আশপাশের নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কার্যালয় এলাকায় আসছেন।

পূর্বঘোষিত র‌্যালিটি কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। জুমার নামাজ শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে র‌্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া এভিনিউতে ভিডিও কলের মাধ্যমে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

banner close
banner close