দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
গত ২ নভেম্বর রুনুকে গ্রেপ্তার করা হয় দাবি করে শনিবার সন্ধ্যায় আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটিতে বলা হয়, ওই দিন দুপুরে মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ আটক করে রুনুকে। পরে বিকেলে তাকে হবিবপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে বিএসএফ। পরের দিন পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নিকট রুনু তার রাজনৈতিক পরিচয় হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে। পুলিশ অনুপ্রবেশের কারণ জানতে চাইলে রাজনৈতিক আবহাওয়া পরিবর্তনের কথা বলেন এবং প্রাণ বাঁচানোর ভয়ে পালিয়েছেন বলে জানান।
রুনু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালে ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক হন এবং ২০২৩ সাল পর্যন্ত স্ব-পদে বহাল থাকেন। পরে যুবলীগের সাংগঠনিক সম্পাদকও হন তিনি।
বিশ্ববিদ্যালয়ে সিট বাণিজ্য, ভর্তি জালিয়াতি, নারী কেলেঙ্কারি, নিয়োগে হস্তক্ষেপসহ বিভিন্ন অনিয়ম-অপকর্মে তিনি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: