শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

বিএনপি সবসময় জনগণের পাশে থাকে: এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ১১:০১

শেয়ার

বিএনপি সবসময় জনগণের পাশে থাকে: এমরান সালেহ প্রিন্স
ফাইল ছবি

সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি যেন কল্যাণে সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

বুধবার বিকেলে হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুর্নির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৪ পরিবারের মধ্যে এ ঢেউটিন প্রদান করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ঢেউটিন প্রদানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, টিনপ্রাপ্তদের মধ্যে যুগলী ইউনিয়নের নওমুসলিম মো. আব্দুল্লাহ, ধারা ইউনিয়নের ফজর আলী, গাজিরভিটা ইউনিয়নের আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। সাম্প্রতিক বন্যা চলাকালীন দলীয় ত্রাণ তৎপরতায় তারেক রহমানের তদারকির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরাও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

পানিবন্দি শিশু, নারী-পুরুষ উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাসহ তাদের খাদ্যের ব্যবস্থা ও পরিচালনা করেছে। জীবনের ঝুঁকি নিয়ে বুকসমান পানি মাড়িয়ে নেতাকর্মীরা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা করেছেন।

banner close
banner close