শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বরিশালের সাবেক এমপি টিপু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ ১২:১১

শেয়ার

বরিশালের সাবেক এমপি টিপু গ্রেফতার
গোলাম কিবরিয়া টিপু। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

banner close
banner close