শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

প্রতিদিনই বাংলাদেশের সংস্কার দরকার: মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৪ ১৬:০১

শেয়ার

প্রতিদিনই বাংলাদেশের সংস্কার দরকার: মান্না
বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যতদিন বাংলাদেশ আছে প্রতিদিনই সংস্কার করা দরকার। যেকোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করলে প্রতিদিন সেটা আরও উন্নত হয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা জানান।

মান্না বলেন, আমি যে রকমভাবে মুগ্ধ, আবু সাঈদকে সম্মান জানাই, তেমনিভাবে যারা প্রবাসে থেকে আন্দোলন করেছে তাদেরকেও সম্মান জানাই। সরকারের কাছে প্রবাসীদেরকে যথাযথ সম্মান দেখানোর দাবি জানিয়ে তিনি বলেন প্রবাসীরা বাংলাদেশে আসার পরে যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, প্রবাসে যাওয়ার সময় মানুষ সিন্ডিকেটের মধ্যে পড়ে। এই ধরনের সিন্ডিকেট ভাঙতে হবে। এইসব সিন্ডিকেটের জন্য বেশি টাকা দিয়ে অনেক নির্যাতন ও বঞ্চনার শিকার হতে হয় তাদের। প্রবাসীরা যাতে নিজেদের জীবন সুন্দর করতে পারে সরকারকে সে ব্যবস্থা করতে হবে।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাংবাদিক সোহরাব হাসান, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক গোলাম মোর্তোজা, সাংবাদিক আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক ডা. শান্ত শাখাওয়াত, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

banner close
banner close