শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ফোনালাপ ফাঁস: বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি উঠায় ক্ষুব্ধ শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ ১২:১৭

আপডেট: ১৮ নভেম্বর, ২০২৪ ১২:৪৮

শেয়ার

ফোনালাপ ফাঁস: বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি উঠায় ক্ষুব্ধ শেখ হাসিনা
প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ডেনমার্ক প্রবাসী দলীয় নেতাকর্মীদের এক ফোনালাপ ফাঁস হয়েছে।

প্রায় ৩০ মিনিটের অধিক সময়ের এ ফোনালাপে শেখ হাসিনা নিজেই দলীয় নেতাকর্মীদের এটি রেকর্ড রেখে ছেড়ে দিতে বলেন।

এ সময় শেখ হাসিনা তার স্বভাবসুলভ ভঙ্গিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার বাবার অবদানসহ ইত্যাদি বিষয় তুলে ধরে কথা বলা শুরু করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল খুনের দায় চাপান ড.ইউনূস এবং সমন্বয়কদের বিরুদ্ধে।

ড. ইউনূস ও সমন্বকদের বিরুদ্ধে তিনি ছাত্র আন্দোলনে অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেন।

শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের অংশীজনদের খুনী ও অবৈধ উল্লেখ করে তাদের জঙ্গী সম্পৃক্ত বলে বিবৃতি দেন এবং বিচার করার হুশিয়ারি ও প্রতিশ্রুতি দেন। তিনি ড. ইউনূস ও সমন্বয়কদের লুটপাটকারী উল্লেখ করেন।

ফোনালাপে শেখ হাসিনা উগ্রবাদী কট্টর ইসকনকে নিষিদ্ধের দাবি তোলা ও সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পাকিস্তান থেকে মালাবাহী জাহাজ আসার বিষয়টিতেও শেখ হাসিনা সন্দেহজনক উল্লেখ করে ক্ষোভ ঝাড়েন।

ফোনালাপের পুরো অংশ শুনতে চোখ রাখুন বাংলা এডিশনের ইউটিউব চ্যানেল... 

banner close
banner close