সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে এ রিমান্ড দেয়া হয়। এদিন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
এর আগে, সকালে আদালতে তোলা হয় কামরুল ইসলামকে। এ সময় পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। গ্রেফতারের পর কামরুল ইসলামকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আরও পড়ুন: