বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
১৯ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবীতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ১৪:১৭

আপডেট: ২০ নভেম্বর, ২০২৪ ১৪:২৪

শেয়ার

সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবীতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: বাংলা এডিশন

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার দুপরে টঙ্গী সিলেট আঞ্চলিক মহাসড়কের সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সভায় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ভূমিদস্যু, গাজীপুর সিটি করপোরেশনের অর্থ লুটপাটকারী হাজার কোটি টাকার মালিক আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটির প্রথম মেয়র, গণমানুষের নেতা অধ্যাপক এম এ মান্নানকে একের পর এক মামলা দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এমনকি কবরস্থানের জায়গা দখলেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। সামান্য একজন কাউন্সিলর হয়ে সে কিভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে জনগন জানতে চায়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির  সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সুবেল প্রধান ও  সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে অবৈধভাবে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে আসাদুর রহমান কিরণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় রাজধানীর উত্তরা ও গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও ২০১৩ সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।