রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০১

আপডেট: ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০২

শেয়ার

স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
ছবি: যমুনার সৌজন্যে

‘আমাকে স্যার বলার দরকার নেই আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দিবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামবো।’

ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজে ১১তম জিএসসি ন্যাশনাল সাইনটিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় কথাগুলো বলেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদও কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। 

তিনি বলেন, শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র চলছে। 

নাহিদ ইসলাম বলেন, এই বিপ্লবের সুফল দেশের প্রতিটি মানুষ যেন পায় সেটি নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এ সময় শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারে মধ্যে দিয়ে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেই সংস্কারের পর নির্বাচন আয়োজন করা হবে।