রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২৩ জামাদিউল আউয়াল, ১৪৪৬

জাতীয় নাগরিক ঐক্যের উদ্যোগে গোল টেবিল আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ১৯:১৫

শেয়ার

জাতীয় নাগরিক ঐক্যের উদ্যোগে গোল টেবিল আলোচনা
জাতীয় নাগরিক ঐক্যের আলোচনা সভা। ছবি: বাংলা এডিশন

গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় নাগরিক পরিষদের উদ্যোগে সংবিধান সংস্কার প্রস্তাবনা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার হোটেল-৭১ এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সেসময় জাতীয় নাগরিক পরিষদের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন ব্যারিষ্টার ফিরদাউস রহমান। প্রস্তাবনায় ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়। এছাড়াও আলোচনায় গণতান্ত্রিক জবাবদিহীতা, জাতীয় ঐক্য এবং সামাজিক সংহতিকে প্রাধান্য দেয়া হয়।

প্রস্তাবনায় সংবিধানে নতুন অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে নাগরিকদের বিচারবহির্ভুত হয়রানি ও গুম থেকে সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিতসহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার সুস্পষ্ট বন্টন, ভারসাম্য, দায়ীত্ব ও ভূমিকা নির্ধারনের সুপারিশও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক সচিব এস এম জহরুল ইসলাম, মুফতি হারুন ইজহার, অধ্যাপক আব্দুল হাই শিকদার, রেজাউল করিম রনি, আসিফ মাহতাব উৎস সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সকলেই তাদের বক্তব্যে সংবিধানে বিদ্যমান বিভিন্ন অসংগতি তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেন।

সংবিধান সংস্কার শীর্ষক গোল টেবিল আলোচনা প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং ইসলামকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে অন্তর্ভূক্ত করার সুপারিশ করা হয়।