বুধবার

২৭ নভেম্বর, ২০২৪
১৩ অগ্রহায়ণ, ১৪৩১
২৬ জামাদিউল আউয়াল, ১৪৪৬

জুলাই গণহত্যার বিচারের দাবীতে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১৮:২৪

শেয়ার

জুলাই গণহত্যার বিচারের দাবীতে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ সমাবেশ
জুলাই গনহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগর ছাত্র শিবিরের। ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জুলাই গনহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্র শিবির।

বুধবার দুপুর আড়াইটা নাগাদ মিছিলটি নগরীর রেলগেট থেকে শুরু করে সাহেববাজার জিরো-পয়েন্টে এসে জড় হয় অতপর সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জুলাই গনহত্যার সুষ্ঠু তদন্ত, সঠিক বিচার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে জড়িতদের ফাঁসির দাবী উত্থাপন করেন।

এ সময়ে স্বৈরাচারের শাসনামলে সুবিধাভোগী দোসরদেরও বিচারের আওতায় আনার দাবী করা হয়।

সমাবেশে উপস্থিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা মো. সফিউল্লাহ প্রধান অতিথির বক্তৃতা দেয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গনঅভ্যুত্থানে হাসিনা সরকারের নির্মম নির্যাতন ও হত্যাকান্ডের বিচারের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে একই কথা বলেন এবং দেশের উদ্ভূত পরিস্থিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান।

সমাবেশে শিবিরকর্মীদের পাশাপাশি রাজশাহীর শিক্ষার্থীবৃন্দ ও সাধরন জনতার উপস্থিতি ছিলো।