রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

নির্বাচনের আগে সংবিধানে সংস্কার আনা জরুরি: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ১৫:০৫

শেয়ার

নির্বাচনের আগে সংবিধানে সংস্কার আনা জরুরি: জি এম কাদের
জি এম কাদের। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় যেমন জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, জুলাই বিপ্লবেও জনগণের মধ্যে তেমন ঐক্য তৈরি হয়েছে বলে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘দেশের শাসন ব্যবস্থা ও সংবিধান সংস্কার করতে হবে। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংবিধানের জন্য বিগত সরকার দানব হয়ে উঠেছিল।’

এ সময় সংবিধান সংস্কারে কিছু দাবি পেশ করেন তিনি। জি এম কাদের বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে তা আবারো ফেরত আনতে হবে। রাজনৈতিক দল ও সরকারপ্রধান যেনো এক ব্যক্তি না হয় সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে।’

গণভোট ছাড়া কোনো সংবিধান সংশোধন সম্ভব নয় বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।   

জি এম কাদের বলেন, ‘বিগত সরকার গণভোট ছাড়াই সংবিধানে পরিবর্তন আনে।’

আগামীতে যেনো এমনটা না হয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।

banner close
banner close