রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ২১:৪৮

শেয়ার

চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী
রাজশাহীতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাংলা এডিশন

ভারত আপনাকে কি দেবে বলে হাসিনার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কতৃক আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতির মহানায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলে তিনি।

এ সময়ে তিনি হাসিনার উদ্দেশ্য বলেন, চিন্ময় গ্রেফতার হয়েছে বলে আপনি কুমিরের কান্না কাঁদছেন। শেখ হাসিনা আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে? আজকে চিন্ময়ের গ্রেফতারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময়ের মুক্তি দাবী করছে। আমি ভারতের পররাষ্ট্র দফতরকে বলি, ছাত্রলীগ যখন বিশ্বজিৎকে হত্যা করলো, কই আপনারা তো চুপ ছিলেন। উত্তর পূর্বাঞ্চলে নদীর বাঁধগুলো খুলে দিলো ভারত। বাংলাদেশের মুসলিম-হিন্দু ভেসে গেলো, কই তখন কথা বলতে দেখলাম না।

রিজভী আরো বলেন, যারা এই অন্তর্বত্নী সরকারকে, এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন তা পারবেন না। কারন এখনো ১৮ কোটি মানুষ সজাগ আছে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, হাসিনার মন্ত্রিপরিষদের অনেক সদস্য জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানলেও হাসিনা তাদের কথা শোনেননি। কারন তাহলে মুজিব ঢেকে যাবে।

এ অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, বিনপির মহানগর আহ্বায়ক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

banner close
banner close