রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আল্লামা সাঈদীর ভবিষ্যৎ বাণী সত্যে পরিণত হয়েছে: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১৪:২৯

শেয়ার

আল্লামা সাঈদীর ভবিষ্যৎ বাণী সত্যে পরিণত হয়েছে: রেজাউল করিম
ছবি: সংগৃহীত

আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর ভবিষ্যৎ বাণী ‘এমন দিন আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না’ সত্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার সকালে রাজধানীর রামপুরার স্থানীয় মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রামপুরা থানা উত্তর আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

থানা আমির ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি হাফিজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা। এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির ভিপি শাহাবুদ্দিন ও মাওলানা নাসির উদ্দীন হেলালী প্রমুখ।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল। যদিও তা আমাদের কারো কারো কাছে অসম্ভব বলে মনে হতো। আওয়ামী লীগের পতনের পর তাদের যুদ্ধ, তথা ষড়যন্ত্র অব্যাহত রাখবে- এ কথা কারো অজানা ছিল না। তারা ফেরাউন, নমরূদ, হামানের মতো দেশে অপশাসন-দুঃশাসন, হত্যা-সন্ত্রাস-নৈরাজ্য চালিয়েছে। এমনকি তারা আমাদের নিরাপরাধ শীর্ষ নেতাদের শহিদ করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। কিন্তু তারা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে এ কথা কেউ কখনো কল্পনাও করেনি।’

তিনি বলেন, ‘সবকিছুই হয়েছে মহান আল্লাহ তায়ালার পরিকল্পনা অনুযায়ী। তাই আত্মহারা না হয়ে অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’

তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

 

 

banner close
banner close