রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ভোগ নয় সেবার জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ২০:৩৭

শেয়ার

ভোগ নয় সেবার জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ভোগ নয় মানুষের সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। গোটা জাতিকে ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না বলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাজধানীর পূর্বাচলে ঢাকা মহানগর উত্তর ইসলামী ছাত্রশিবির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যে যেখানেই থাকুক না কেন, দ্বীন কায়েমে জামায়াতের প্রতি মানুষের আস্থা ধারণ করতে হবে। কোনোভাবেই তা নষ্ট হতে দেয়া যাবে না।

বর্তমানে জামায়াত ইসলামীকে নিয়ে চতুর্মুখি ষড়যন্ত্র চলছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সকলকে তাই আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই।

এ সময় নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

banner close
banner close