রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মিরসরাইয়ে জামায়াতের সভায় হামলার অভিযোগ

প্রতিনিধি,চট্টগ্রাম

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ ১১:৩১

শেয়ার

মিরসরাইয়ে জামায়াতের সভায় হামলার অভিযোগ
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত সাধারণ সভায় হামলার অভিযোগ উঠেছ। শুক্রবার মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলের মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন- দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই উপজেলা প্রতিনিধি আশরাফ উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্লাহ, মিরসরাই পৌরসভা জামায়াতের সভাপতি শিহাব উদ্দিন, শ্রমিকনেতা মো. নুরুদ্দিন, জামায়াত কর্মী নুরুল আলম, শিবিরের সাথি কফিল উদ্দিন, শ্রমিকনেতা শহিদুল্লাহ মোহাম্মদ ফারুক ও শফিকুল আলম সিকদার।

আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় জামায়াতের কর্মী নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই থানার ওসি আব্দুল কাদের বলেন, ‘জামায়াতের সভায় হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে পুলিশ। হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’

অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি আব্দুল কাদের।

 

banner close
banner close