
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে আওয়ামী দুর্বৃত্ত ও তাদের সহযোগীরা ইসকনের ব্যানারে হত্যা করেছে। এ ঘটনায় মুসলমানদের উসকানি দিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ঘটিয়ে তা পশ্চিমা দেশে প্রচার করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলনের আয়োজিত গণসংলাপে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকার হামলা, মামলা, গুম, খুন এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের শাসনব্যবস্থায় গণতন্ত্র কায়েম সম্ভব নয়। দেশের মাটিতে সব ফ্যাসিস্টের বিচার হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুর রহমান। বক্তব্য দেন দলের অন্য নেতৃবৃন্দ। গণসংলাপে রংপুর বিভাগের ৮ জেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
আরও পড়ুন: