বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন। অবিলম্বে এই ধরনের মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজ সকালে কয়েকটি পত্রিকায় একটি সংবাদ পড়লাম, যেখানে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের কথা বলা হয়েছে। তার মন্তব্য ছিল যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা। আমি মনে করি, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: