
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এ ছাড়া তার আরও কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে তিনি দেশে যাবেন।’
শনিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেসব বিএনপি অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে। তখন জামায়াত ইসলামসহ অনেকেই এই দাবি সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সেটার মাধ্যমেই তাদের বিদায় করা হয়েছে।’
শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘ভারত কীভাবে আশ্রিত একজনের বক্তব্য রাখার সুযোগ দেয় এটা আমার বোধগম্য নয়।’
শেখ হাসিনা কীভাবে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা রং হেডেড। সে যা ইচ্ছা দাবি করতে পারে। সে কীভাবে দলের নেতা-কর্মী, সমর্থক রেখে পালিয়ে গিয়ে আবার এমন দাবি করতে পারে এটা আমার বোধগম্য নয়।’
তিনি তার বক্তব্যে তারেক রহমান আবারো দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোনো ধারণা দেননি।
আরও পড়ুন: