রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বিশ্বের কাছে বাংলাদেশ লোভনীয় জায়গা: আলাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ১৬:০১

শেয়ার

বিশ্বের কাছে বাংলাদেশ লোভনীয় জায়গা: আলাল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ছবি

ভূপ্রাকৃতিক দিক থেকে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটি আকর্ষণীয় স্থান বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিজয়ের ৫৩ বছর: আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলাল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকা স্বাভাবিক, তবে আওয়ামী লীগ এ দেশে ভারতের এজেন্টের ভূমিকা পালন করেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, "পালিয়ে যাওয়া হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারতের জয় মানে আমাদের জয়!"

তিনি আরও বলেন, "কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি কারো চোখ রাঙানি দেখানোর জন্য নয়। শখ করে বিড়ি-সিগারেট খেলে ভাগ করে খেয়েছি, এটা এক সময় আনন্দের ছিল।"

তিনি বলেন, দেশে ’৭৪-এর পর দুর্ভিক্ষ হয়নি, কিন্তু জনসংখ্যা বেড়েছে। ভূপ্রাকৃতিক কারণে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা লোভনীয় জায়গা। বাংলাদেশে তরুণ ও চিন্তাশীল লেখকের প্রয়োজন।

banner close
banner close