রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করছি: আমান উল্লাহ আমান 

প্রতিনিধি,মেহেরপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ ১৩:৩১

শেয়ার

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করছি: আমান উল্লাহ আমান 
ছবি: বাংলা এডিশন

তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

তিনি বলেন, ‘বিএনপি জনগণের কল্যাণে সব সময় কাজ করে চলেছে তাই বিএনপিকে এবার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। শেখ হাসিনা বলেছিল শেখের মেয়ে পালায় না কিন্তু আমরা দেখেছি এক কাপড়ে শেখ হাসিনা পালিয়েছে, খাবার পর্যন্ত খেতে পারেনি।’   

সোমবার সন্ধ্যায় মেহেরপুরে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমান উল্লাহ আমান ।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের অন্তর্গত জেলা ও মহানগর সমূহের সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির মত বিনিময় সভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ।

banner close
banner close