বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আজ ঢাকা-আখাউড়া লং মার্চ করবে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যসন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে এ লং মার্চ করবে তারা।
বুধবার সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে লংমার্চটি শুরু হবে বলে তিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এরপর লংমার্চটি পল্টন-ফকিরাপুল-মতিঝিল-ইত্তেফাফ মোড় হয়ে ফ্লাইওভার-সাইনবোর্ড হয়ে চিটাগাং রোডে পৌঁছাবে। তারপর কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা গাউছিয়া-চনপাড়া হয়ে নরসিংদীর মাধবধিতে পৌঁছাবে লংমার্চটি।
পরে সেখান থেকে পাঁচদোনা-সাহেপ্রতাব ভেলানগর-ইটাখোলা-মরজাল-বারুইচা হয়ে লংমার্চটি ভৈরবে পৌঁছাবে। এরপর ভৈরবে পথসভা করে লংমার্চটি আখাউরা স্থলবন্দর অভিমুখে রওনা দেবে বলে জানানো হয়।
সোমবার এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন সংগঠন।
আরও পড়ুন: