রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধি,মেহেরপুর

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ১৬:৫৪

শেয়ার

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন
ছবি: বাংলা এডিশন

মেহেরপুর জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিগপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাভদ মাসুদ মিল্টনকে আহবায়ক এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ এবং মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন এবং মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সম্পাদক আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে।

banner close
banner close