রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

প্রতিবন্ধীদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪ ২১:৪৪

শেয়ার

প্রতিবন্ধীদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের প্রতিশ্রুতি তারেক রহমানের
ছবি: সংগৃহীত

প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে ক্ষমতায় এলে আলাদা অধিদপ্তর গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় অললাইনে যুক্ত হয়ে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উন্নয়নে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবে বিএনপি।

সভায় বাক, দৃষ্টি, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে তারেক রহমান বলেন, প্রতিবন্ধকতা কারও একার নয়, এটি সবার। বিএনপি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিশেষায়িত হাসপাতাল ইউনিট, মোবাইল স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধী সহায়ক উপকরণ তৈরির কারখানা, প্রশিক্ষণ কেন্দ্র ও প্যারা অলিম্পিকের উন্নয়ন নিশ্চিত করা হবে।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মতবিনিময়য়ের আলোচনা সবার জন্য নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছে। বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।

মতবিনিময় সভায় দলের নেতারা ও প্রতিবন্ধী নাগরিক পরিষদের প্রতিনিধি সালমা মাহবুব এবং ইফতেখার মাহবুব উপস্থিত ছিলেন।

banner close
banner close