রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪ ২১:২৩

শেয়ার

বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিপুল জনসমর্থন অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। মঙ্গলবার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের নেতাকর্মীদের জন্য আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরো বলেন, বিএনপির জনসমর্থন দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে, যা অনেকের অসন্তোষের কারণ। এ অবস্থায় নেতাকর্মীদের সতর্ক থেকে ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে। নিজেদের সেভাবে প্রস্তুত করার করার আহ্বান জানান তিনি।

নির্বাচন কঠিন হলেও বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে অতীতে স্বৈরাচারকে পরাজিত করেছে বিএনপি। এবারও জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা অর্জন করব বিএনপি।

এসময় তিনি যুক্ত করেন, বিএনপির বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলমান। যা কেবল দলের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দলের ভেতরে এজেন্ট ঢুকিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দলীয় ঐক্য ধরে রেখে এসব ষড়যন্ত্র প্রতিহত করার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

জনসমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হবে, তা না হলে আন্দোলনের সফলতা ব্যর্থ হয়ে যাবে।

banner close
banner close