রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

দেশকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪ ১৩:১৫

শেয়ার

দেশকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে: জামায়াত আমীর
ফাইল ছবি

দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান।

জামায়াতের আমির বলেন, পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর ডাক্তারদের জোর দেয়ার তাগিদ দেন তিনি।

banner close
banner close