রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

দেশে কোনো মেজরিটি, মাইনরিটি নেই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৫

শেয়ার

দেশে কোনো মেজরিটি, মাইনরিটি নেই: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশে কোনো মেজরিটি, মাইনরিটি নেই। এ দেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনো দুষ্কৃতকারীকে এ দেশে কোনো মতলব হাসিল করতে দেব না।

বৃহস্পতিবার বিকেলে খুলনার কয়রায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ধর্মীয় সংখ্যালঘু-সংখ্যাগুরুর নামে বিভাজন আমরা মানি না। এ দেশের যারা নাগরিক তারা সবাই সমমর্যাদাবান গর্বিত নাগরিক। মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান, নাগরিক অধিকারের ভিত্তিতে আমরা সকলেই সমান।

একদল দুষ্টু চক্র জাতিকে টুকরা টুকরা করার জন্য, জাতিকে ভাগ করার জন্য বিভিন্ন অপপ্রচারে লিপ্ত আছে৷ কিন্তু জনগণ তাদের ফাঁদে আর পা দেবে না। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ব্যাংক, বীমা ও আর্থিক খাত লুটেপুটে শেষ করে দিয়ে দেশের মানুষের গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে।

পালায় কারা? সন্ত্রাসী-অপরাধীরা। যারা দেশকে ভালোবাসে, তারা পালায় না। গালভরা বুলি দিয়েছিলেন সেই চোর-ডাকাতের লিডার, ‘আমি অমুকের মেয়ে, আমি পালাব না’।

জামায়াতের আমির আরো বলেন, হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছেন, তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন আমরা চাই। আপনারাও আমাদেরকে শান্তিতে থাকতে দিন।

কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

banner close
banner close