রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বিএনপি শুধু নির্বাচন চায়, কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ১৭:৫৬

শেয়ার

বিএনপি শুধু নির্বাচন চায়, কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দুর্ভাগ্যজনক কেউ কেউ বলছে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়-এই কথাটি সঠিক না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি শুরু থেকেই সংস্কারের পক্ষে।

শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক দুইদিন ব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, আমরা বার বার বলছি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব প্রয়োজনীয় সংস্কার সেটি বিএনপি চায়।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন একটি প্রধান ফটক। আমরা সব সময় গণতান্ত্রিক সংস্কারের পক্ষে। তার জন্য আমরা কাজ করেছি, ভবিষ্যতেও করব। একইসঙ্গে আমরা মনে করি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু জোর করে করা যাবে না।

banner close
banner close