রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জামায়াতের কর্মী সম্মেলনে শতবর্ষী সদু মিয়া

প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ২১:১৩

শেয়ার

জামায়াতের কর্মী সম্মেলনে শতবর্ষী সদু মিয়া
সম্মেলনে সদু মিয়া। ছবি: বাংলা এডিশন

হাতে লাঠি, চোখে ঠাঁই হয়েছে চশমার। চোখে অল্প স্বল্প দেখলেও হাঁটতে কষ্ট হয় সদু মিয়ার। বয়স পেরিয়েছে ১শ ৪ বছর। ১৯২০ সালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ জীবনের পুরোটা সময় তিনি ব্যয় করেছেন ইসলামের খেদমতে। বুঝ-জ্ঞান হওয়ার পর থেকে সমর্থন করেন ইসলামি রাজনীতি।

বয়োবৃদ্ধ সদু মিয়া বৃহস্পতিবার পায়ে হেঁটে যোগ দেন উপজেলার সোনাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে।

পাঁচ মেয়ে ও দুই ছেলের বাবা সদু মিয়া রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান ইসলামিক ধারার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে।

রাখালিয়া গ্রামের আবদুল সওদাগরের বাড়ি থেকে ছেলের সঙ্গে সোনাপুর বাজারের দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়েই সবার সাথে স্লোগান ধরেন তিনি। এসময় তার কন্ঠে থেকে ভেসে আসতে শুরু করে- নারায়ে তাকবির, আল্লাহু আকবার ধ্বনি।

সদু মিয়ার মেঝ ছেলে খোরশেদ আলম বলেন, আমার বাবার বয়স ১০৪ বছর পেরিয়েছে। পরিবারের সবাই ইসলামি রাজনীতি পছন্দ করি। আমার মা আশুরা বেগমের বয়সও ৮৭ বছর পেরিয়েছে।

জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলনে যোগ দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন, সেক্রেটারি ফারুক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমানসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

দলীয় এই কর্মী সম্মেলনে শতবর্ষী সদু মিয়া ছাড়াও যোগ দেন, বছর ৯২ বয়সী আবদুল আলী, ৯০ বছরের শহিদুল্লাহসহ পাঁচ শতাধিক কর্মী-সমর্থক।

banner close
banner close