রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:২১

শেয়ার

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের সি অ্যান্ড বি পাড়ায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান বলেন, ‘জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক একরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

একই সঙ্গে হামলার সাথে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন শাজাহান খান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘ধারাল অস্ত্রের আঘাতে মাথা ও ইকরামুলের পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নন।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. হোসেন আলী জানান, ‘ঘটনার পরেই পুলিশের একটি টিম সেখানে গিয়েছিল। আহতের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেয়নি।’

অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন হোসেন আলী।

banner close
banner close