রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

যে কোনো যড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলকে প্রস্তুত থাকতে হবে: আফরোজা খান রিতা  

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৫ ১০:২৩

আপডেট: ৩ জানুয়ারি, ২০২৫ ১১:০৫

শেয়ার

যে কোনো যড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলকে প্রস্তুত থাকতে হবে: আফরোজা খান রিতা  
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে শুভ সূচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খান রিতা বলেন, ‘ছাত্রদল আন্দোলন সংগ্রামে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আর এখন তাদের দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যে কোনো যড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলকে প্রস্তুত থাকতে হবে। শহিদ জিয়ার আদর্শে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আগামীতে স্বপ্নের গনতান্ত্রিক ও মানবিক উন্নত বাংলাদেশ গড়ার নায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

তিনি আরও বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই মানিকগঞ্জকে বেশি ভালবাসতেন। আগামী দিনে আমরা মানিকগঞ্জবাসী তার প্রমাণ দিবো। ৫ আগষ্টের পরে পুরো জেলার আইন-শৃঙ্খলা রক্ষায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিগত দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে এই ছাত্রদলের নেতা-কর্মীরাই জেলা বিএনপির নির্দেশনা মেনে রাত-দিন পরিশ্রম করে, যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বিরল। আগামী দিনেও আমরা সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে ছাত্রদলের ভূমিকা দেখতে চাই’

প্রায় দেড়যুগ পরে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

banner close
banner close