রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৫ ১৮:৪৮

শেয়ার

আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না: মির্জা ফখরুল
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। তা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না।

শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, কী করুণ সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী। তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করেছিল।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করেছে। বিগত সময়ে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে।

উক্ত অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আব্দুল জব্বার ও প্রফেসর মো. ইদ্রিস মিয়া।

banner close
banner close