
বিএনপির প্রবীণ নেতা, দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ইন্তেকালে পরিবারকে সান্তনা দিতে রাজধানীর মিরপুরের দারুস সালামের মরহুমের বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির মরহুমের লাশ দেখেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
তিনি মানবকল্যাণে করা মরহুমের বিভিন্ন ভালো উদ্যোগগুলো স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমির।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নানসহ অন্যান্য দায়িত্ববৃন্দ এবং দারুসসালাম থানার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস এ খালেক মারা যান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন।
বিএনপি নেতা এস এ খালেকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।
রোববার এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এস এ খালেকের ইন্তেকালে দেশ একজন মানব দরদী মানুষকে হারাল। মানব কল্যাণে এস এ খালেকের অবদান অতুলনীয়। তার ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাত দান করেন সেই দোয়াও করেন নেতৃদ্বয়।
আরও পড়ুন: