রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫ ২১:২৭

শেয়ার

সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ
সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম আটক। ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থীকে হত্যা মামলার আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।  

ঢাকার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।  

তিনি আরও জানান, বৃহস্পতিবার রিমান্ড চেয়ে শফিকুল ইসলামকে আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

শফিকুল ইসলাম ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি এফবিসিসিআই ও বিজিএমইর সাবেক সভাপতি ছিলেন।

banner close
banner close