রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ১৯:০৭

শেয়ার

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ
ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমান

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ পাওয়া অন্য দুজন হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এ আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে ।

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প।

ওই দিনই তিনি প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে উঠবেন। আর হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

banner close
banner close