
পুরোপুরি চিকিৎসা এখনো শুরু না হলেও লন্ডন ক্লিনিকে ভর্তির পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে।
শনিবার সন্ধ্যার পর খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন যুক্তরাজ্যের লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্যা লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ হাসপাতালেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইনটেনসিভিস্ট চিকিৎসকরা উনাকে দেখেছেন। তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শরমিলা রহমান, খালেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় উনার দেখভাল করছেন। পারিবারিক আবহে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটা আবহ সৃষ্টি হয়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চিকিৎসা চলার পর উনার শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে।’
এদিকে, ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু শনিবার লন্ডন সময় সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ‘ম্যাডামের স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। লন্ডনে আসার সময়ের চেয়ে এ কয়দিনে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালোর দিকে।’
আরও পড়ুন: