রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ১২:৪৫

শেয়ার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের ৩ নেতা বহিষ্কার
ফাইল ছবি

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তাদের বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতি প্রকাশ করা হয়।

পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গে সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে রংপুর জেলা যুবদলের সহ-সভাপতি রাকিব হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সব থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে রানীনগর উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

banner close
banner close