
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১১ টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীরা পুস্পস্তবক অর্পণ করবেন।
রোববার বেলা ২ টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এদিকে বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে কর্মসূচিগুলোতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: