রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

হত্যাচেষ্টা মামলায় পলক ও সাদেক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর   

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ১১:১৬

আপডেট: ২২ জানুয়ারি, ২০২৫ ১১:১৬

শেয়ার

হত্যাচেষ্টা মামলায় পলক ও সাদেক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর   
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেম এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

banner close
banner close