রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে বিএনপির দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫ ১২:২৬

শেয়ার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে বিএনপির দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে বলে মন্ত্যব করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

এজন্য নিজেদের মধ্যে বিভেদ না করে দলীয় নেতা-কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন মজিবর রহমান সরোয়ার।

বরিশালে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহসানুল কবির আহসানের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এ সময় মজিবর রহমান সরোয়ার আরও বলেন, ‘গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা আমাদের মনে রাখেতে হবে।’

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাকে সময় উপযোগি বলেও উল্লেখ করেছেন মজিবর রহমান সরোয়ার।  

 

banner close
banner close