রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫ ১২:৪৩

আপডেট: ২৩ জানুয়ারি, ২০২৫ ১৩:৩৮

শেয়ার

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক   রাজা গ্রেফতার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। তিনি ৫ আগস্টের পর থেকেই আত্গোপনে ছিলেন।

২২ জানুয়ারি রাত ১১টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকগঞ্জের সদর থানার ওসি আমান উল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করেন। রাজা মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার এস আই তানভীর হোসেন জানান, ‘২০২৪-এর ১৮ জুলাই ও ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছিল। বুধবার ঢাকার ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ সদর থানা ওসি আমানউল্লাহ জানান, ‘গ্রেফতার করে রাজাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।’

banner close
banner close