
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা ও ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাত বছরের সাজা বহাল থাকবে কিনা তা জানা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আপিল বিষয়ে শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পন করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনেরে আবেদন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাঁচ দিন কারাভোগ করে তিনি জামিনে মুক্ত হন।
আরও পড়ুন: