
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, গত ১৫-১৭ বছরে এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংসের মুখে পড়েনি। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশসহ দেশের সব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজন। সুন্দর একটি নির্বাচন আয়োজনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে আমরা এই সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।
শুক্রবার পটুয়াখালী শহরের তিতাস মোড় এলাকার সুরাইয়া ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় আলতাফ হোসেন বলেন, সুন্দর একটি নির্বাচনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে আমরা এ সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না মিয়া, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ।
আরও পড়ুন: