
অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এ মন্তব্য করলেন।
বুধবার বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বিএনপির অবস্থান নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে আলোচনার সুত্রপাত হয়। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এ ছাড়া, শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত।’
বিএনপি মহাসচিবের এমন বক্তব্য, আবারো এক-এগারো সরকারের ইঙ্গিত জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
অন্তর্বর্তী সরকার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে তো আমরা নিরপেক্ষই মনে করছি। এখন বিএনপি কেনো নিরপেক্ষ মনে করছে না। সেটা তাদের স্পষ্ট করা উচিত।’
বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত ‘সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি বিএনপিকেও, এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে।’
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমি মনে করি না যে এটা বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে। কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সঙ্গে মিলে যাচ্ছে।’
আরও পড়ুন: