রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

পুত্রবধূদের পরিচর্যায় বেগম জিয়া এখন অনেকটাই সুস্থ: এম এ মালেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫ ০৯:২১

শেয়ার

পুত্রবধূদের পরিচর্যায় বেগম জিয়া এখন অনেকটাই সুস্থ: এম এ মালেক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছেলে পুত্রবধূদের পরিচর্যায় এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

এম এ মালেক বলেন, ‘আমাদের নেত্রী এখন অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসিখুশি আছেন। আলহামদুলিল্লাহ রোববার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমানসহ এক সঙ্গে ডিনার করেছি।’

সোমবার এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকে আয়োজিত এক দোয়া মহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালের যে ট্রিটমেন্ট আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়।’

এম এ মালেক আরও বলেন, ‘আমরা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চাইছি। তিনি অচিরেই দেশে যাবেন। দেশের জনগণ তাকে দেখতে চান।’

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে বসবাসরত ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি।

banner close
banner close