রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

দ্রুত দেশে ফিরতে উদগ্রীব বেগম জিয়া: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৫ ০৮:২২

শেয়ার

দ্রুত দেশে ফিরতে উদগ্রীব বেগম জিয়া: ডা. জাহিদ
ছবি: সংগৃহীত

দেশে ফেরার জন্য খালেদা জিয়া উদগ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।

ডা. জাহিদ বলেন, বেগম জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ অবস্থায় আছেন। ওনার বড় ছেলে তারেক রহমান ও দুই ছেলের বউ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ তিন নাতনীদের সঙ্গে এক সঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।’

তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই উনার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই উনার জন্য দোয়া করি। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন।’

যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

banner close
banner close