রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আসন সংখ্যার বোঝাপড়া চায় বিএনপির শরিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

আসন সংখ্যার বোঝাপড়া চায় বিএনপির শরিকরা
ফাইল ছবি।

নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি ও তাদের মিত্র দলগুলো। একইসাথে আসন নিয়ে বোঝাপড়ার আশা প্রকাশ করেছেন তাদের নেতৃস্থানীয় নেতারা।

অন্তবর্তীকালীন সরকারের সম্ভাবনা এবং নির্বাচন নিয়ে ধারণা দেয়ার পর, নির্বাচনি এলাকায় যাতায়াত বাড়িয়ে দিয়েছে দলগুলোর নেতারা।

বিএনপির মিত্ররা প্রায় প্রতি মাসে নির্বাচনি এলাকায় যাতায়াত বাড়িয়েছে, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সুধী সমাবেশও আয়োজন করছে। তারা প্রাথমিক গনসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছে এবং ভোটারের আস্থা অর্জনে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে এবং কাঠামো মেরামতের ৩১ দফার কাজও করছে। ফলে নির্বাচনি এলাকায় একটি নির্বাচনী আবহ তৈরি হচ্ছে।

বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং দলটি মনে করে, সরকার চাইলেই আগামী জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

banner close
banner close